ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলাম বলেছেন, পাহড়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ফেনীর ছাগলনাইয়ার আন্ধারমানিক এলাকা পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বা কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। বন্ধ করার প্রশ্নই আসে না।
সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটা জায়গায় কিছু সমস্যা হয়েছিল, সাময়িকভাবে কিছু জায়গায় কিছু বন্ধ ছিল। এবং সেটাকে খুবই ফুলিয়ে ফাঁপিয়ে বলা হচ্ছে যে, ইন্টারনেট বন্ধ হইছিল। এ রকম কোনো নির্দেশনা হয়নি। এমন কোনো ঘটনাও ঘটেনি। ’
উপদেষ্টা বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন সমস্যা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা অভ্যন্তরীণভাবে সমাধান করতে হবে। দেশকে অশান্ত করার জন্য একটি চেষ্টা রয়েছে। তবে, বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে।
এসময়, ফেনীর বন্যা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ত্রাণ কার্যক্রম সন্তোষজনক ভাবে হয়েছে। পুনর্বাসন কার্যক্রমও চলমান আছে। আশা করছি সবাই ঘর পাবে, কেউ গৃহহীন থাকবে না।