বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

‘পাষাণ’ ছবিতে ওমের সঙ্গে মিম-বিপাশার রোমান্স !

নিউজ ডেস্ক:

সৈকত নাসিরের পরিচালনায় ‘পাষাণ’ শিরোনামের ছবির কাজ প্রায় শেষ। ছবিতে টালিগঞ্জের নায়ক ওমের সঙ্গে ছবিটিতে রোমান্স করতে দেখা যাবে বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিম-বিপাশা কবিরকে।

সিনেমার মাত্র দুটি গানের শুটিং বাকি। এর মধ্যে রোমান্টিক ঘরানার একটি গানের শুটিং হবে থাইল্যান্ডে আর অন্য একটি আইটেম গানের শুটিং হবে ভারতের মুম্বাই শহরে। আগামী ৭ ফেব্রুয়ারি থাইল্যান্ড যাবেন চিত্রনায়ক ওম, বিদ্যা সিনহা মিম ও বিপাশা কবির।সৈকত নাসিরকে বলেন, থাইল্যান্ডে একটি রোমান্টিক গানের শুটিং করব। এরপর মুম্বাইয়ের একটি স্টুডিওতে এর আইটেম গানের শুটিং করব। আইটেম গানের বাজেট ভালো। এতে চমকও থাকবে।  জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পাষাণ’ সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular