নিউজ ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপির ইতালি আগমন উপলক্ষে ইতালী অাওয়ামী লীগের উদ্যোগে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানের অায়োজন করা হয়। এসময় সভার বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত অাব্দুস সোবহান সিকদার, ইতালিয়ান পার্লামেন্ট মেম্বার ড. উগো পাপি, সর্ব ইউরোপিয়ান অাওয়ামী লীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া।
রোমের তরপিনাত্তারায় কমুনের হলে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নাগরিক সংবর্ধনায় ইতালী অাওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অালী অাহম্মেদ ঢালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় প্রধান অতিথি বীর বাহাদুর উশৈ সিং বলেন, উন্নয়নের অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে বাংলাদেশ মধ্যম অায়ের দেশ হতে ২০২১ সাল লাগবে না। এখনই মানুষ ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছে। অামাদের লক্ষ্য এবার দেশকে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে তোলার। তিনি রহিঙ্গাদের উপর অত্যাচারের কথা উল্লেখ করে বলেন, অামি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি বলতে চাই- যারা সু চি কে শান্তির জন্য নোবেল দিয়েছে। তারা হয়তো এখন মুখ দেখাতে পারছে না।
এসময় উপস্থিত ছিলেন ইতালী অাওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর অাওয়ামী লীগ, মহিলা অাওয়ামী লীগ ও অামরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।