বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পারমাণবিক চুল্লি তৈরি করবে গুগল

বিদ্যুতের চাহিদা মেটাতে পারমানবিক চুল্লি তৈরি করতে যাচ্ছে গুগল। সম্প্রতি পারমাণবিক চুল্লি তৈরির জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক কাইরোস পাওয়ার নামের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে গুগল। চুক্তির আওতায় কাইরোস পাওয়ার গুগলের জন্য সাতটি ছোট পারমাণবিক চুল্লি তৈরি করবে। সাতটি পারমাণবিক চুল্লির মধ্যে প্রথম চুল্লিটি ২০৩০ সালের মধ্যে কাজ শুরু করবে।

কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে গুগল। নিজেদের এআই কার্যক্রমের জন্য শক্তিশালী ডেটা সেন্টার ব্যবহার করছে গুগল। এসব ডেটা সেন্টারে বিদ্যুতের চাহিদা দিন দিন বেড়ে চলেছে। তাই নিজেদের ডেটা সেন্টারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পারমাণবিক চুল্লি তৈরি করতে যাচ্ছে গুগল।

গুগলের জ্বালানি ও জলবায়ু বিভাগের জ্যেষ্ঠ পরিচালক মাইকেল টেরেল বলেন, এআই প্রযুক্তির জন্য নতুন বিদ্যুতের উৎসের প্রয়োজন হচ্ছে। এই বিদ্যুৎ উৎস বড় ধরনের বৈজ্ঞানিক অগ্রগতি, ব্যবসা আর গ্রাহকদের জন্য উন্নত সেবা তৈরিতে সহায়তা করবে। ক্লিন এনার্জির উৎস হিসেবে পারমাণবিক চুল্লিটি নির্ভরযোগ্যভাবে শক্তির চাহিদা মেটাতে কাজ করবে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে মাইক্রোসফট পুরোনো একটি পারমাণবিক চুল্লি চালুর জন্য কাজ শুরু করেছে। আগামী ২০ বছরের জন্য এই চুল্লি থেকে বিদ্যুৎ শক্তি ব্যবহার করবে মাইক্রোসফট। সূত্র: আল জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular