বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পাপারাজ্জিদের সঙ্গে কেন আদায়-কাঁচকলায় সম্পর্ক তাপসী পান্নুর?

পাপারাজ্জিদের সঙ্গে বলিউড তারকারা বেশ ভালো সম্পর্ক বজায় রেখে চলেন। তবে এর ব্যতিক্রম তাপসী পান্নু। তাকে বলিউডের দ্বিতীয় জয়া বচ্চন বলা হয়। দুজনেরই পাপারাজ্জিদের সঙ্গে অনেকটা আদায়-কাঁচকলায় সম্পর্ক এই অভিনেত্রীর।

বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে পাপারাজ্জিদের সঙ্গে ঝামেলায় জড়াতে দেখা গেছে তাপসীকে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন কেন পাপারাৎজিদের সঙ্গে তার এমন সম্পর্ক। তিনি বলেন, পাপারাজ্জিরা তাদের নিজস্ব সুবিধার জন্য অভিনেত্রীর বক্তব্য এবং ভিডিওর অপব্যবহার করে।

তাপসী বলেন, ‘এই বিষয়গুলি আমাকে কোনও ছবিতে সুযোগ করে দেবে না। আমার অভিনয়ের জন্যই কাজ পাই আমি। তাই আমাকে এদের (পাপারাজ্জি) তুষ্ট করে চলতে হবে এমন নয়। এদের সংবাদমাধ্যম মনেই করি না আমি। ‘

তিনি জানান, ‘পাপারাজ্জিরা কিছু খবর এমন ভাবে পরিবেশন করে যে মানুষ ক্লিক করতে বাধ্য হয়। অথচ যাঁকে নিয়ে খবর করা হচ্ছে তিনি সে রকম কিছুই করেননি। ’

তাপসী আরো উল্লেখ করেন, ‘প্রত্যেক মানুষের ব্যক্তিগত জীবনকে সম্মান করা উচিত। ’

আগামী ৯ অগস্ট  তাপসী পান্নুর ‘হাসিন দিলরুবা’ ছবির সিক্যুয়েল দেখা যাবে নেটফ্লিক্সে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular