নিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
নৌ দুর্ঘটনা এড়াতে সোমবার ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ পুলিশের ইনচার্জ সামছুল আলম।
তিনি বলেন, ঘনকুয়াশার কারণে যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে দুইটি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কমে গেলে পুনরায় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হবে বলেও জানান তিনি।