বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পাকিস্তানে মুক্তি পাবে সোনাক্ষির ‘‌নুর’‌

নিউজ ডেস্ক:

একদিকে যখন পাকিস্তানে বন্ধ হতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‌‘‌জলি এলএলবি–২’‌, ঠিক অন্যদিকে সোনাক্ষি সিনহা অভিনীত ‘‌নুর’‌ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পাকিস্তানে।

জানা গেছে, পাকিস্তানি লেখিকা শাবা ইমতিয়াজের বই ‘‌করাচি, ইউ আর কিলিং মি’‌ অবলম্বনে পরিচালক সুনীল সিপ্পির ‌ছবি ‘‌নুর’‌ সারা ভারত সহ পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে। ছবির প্রযোজক ভূসন কুমার এ প্রসঙ্গে বলেন,‌ ‘‌হ্যাঁ, ছবিটি পাকিস্তানেও মুক্তি পাবে।

এই ছবিতে সাংবাদিক–লেখিকা নুরের জীবনযাত্রাকে বর্ণনা করা হয়েছে। পরিচালক সিপ্পি জানান, ‘‌শাবা ইমতিয়াজের বই থেকে শুধুমাত্র আইডিয়া নেওয়া হয়েছে। চরিত্রগুলিকে মুম্বইয়ের জীবনযাত্রার সঙ্গে মেলানো হয়েছে। এছাড়া আর কোনও মিল খুঁজে পাওয়া যাবেনা। ছবিটি তৈরি করতে ছবির কলাকুশলীরা খুবই পরিশ্রম করেছেন। ’‌

ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে সোনাক্ষি সিনহা। তিনি জানান, ‘‌এই ছবিতে অভিনয় করার পরই সাংবাদিকদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেছে। সাংবাদিকদের কাজ মোটেও খুব সহজ নয়। ‘‌নুর’‌ সেরকমই একজন সাংবাদিক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular