নিউজ ডেস্ক:
এবার পাইলট ছাড়াই আকাশে উড়বে বিমান। এক নয়া অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে বোয়িং বিমানসংস্থার বেশ কিছু বিমান। আর সেই নয়া প্রযুক্তির মাধ্যমেই এবার বিমান চালাতে পাইলটের প্রয়োজন পড়বেনা। আগামী বছর থেকেই এই নয়া প্রযুক্তির মাধ্যমে শুরু হবে বিমান পরিষেবা।
নয়া এই বিমান প্রযুক্তির মাধ্যমে বিমানের ওঠানামা, সঠিক পথ নির্বাচন সমস্ত কিছুই হবে। নয়া অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমানগুলোতে থাকবে বিশেষ ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেম। এই বিশেষ সিস্টেমের মাধ্যমে বিমানটি সঠিক রাস্তা নির্বাচন করতে পারবে। তবে কেন হঠাৎ এহেন একটি বিমান পরিষেবা শুরুর কথা ভাবল বিমানসংস্থাটি?
এ ব্যাপারে বোয়িং বিমানসংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, বিমান চালাতে চালাতে মাঝে মাঝেই পাইলটেরা অসুস্থতার শিকার হন। সে ক্ষেত্রে বিমান যাত্রীদের মধ্যে শুরু হয় আতঙ্ক। এই কারণেই এই বিশেষ পাইলটলেস প্লেন তৈরির সূচনা হয়েছে, যা এই ঘাটতি সহজেই মেটাতে সক্ষম।