বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পাঁচ লাখ মেট্রিক টন লবণ আমদানির সিদ্ধান্ত সরকারের !

নিউজ ডেস্ক:

পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। উৎপাদন কমে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখা এবং দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সরকারের এই সিদ্ধান্ত।

গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসে ঘূর্ণিঝড় মোরায় এবং এরপর ভারী বৃষ্টির কারণে লবণ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তাই সবদিক বিবেচনায় নিয়ে ‘পরিস্থিতি স্বাভাবিক রাখতে’ পাঁচ লাখ মেট্রিক টন অপরিশোধিত লবণ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের হিসাবে, এ বছর দেশে লবণের চাহিদা ১৫ দশমকি ৭৬ লাখ মেট্রিক টন। এর বিপরীতে জুন মাসে শেষ হওয়া লবণ মৌসুমে উৎপাদন হয়েছে ১৩ দশমকি ৬৪ লাখ মেট্রিক টন। এ হিসাবে ঘাটতি থাকছে ২ দশমকি ১২ লাখ মেট্রিক টন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular