বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে ৬ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পশ্চিম মেদিনীপুর জেলার একজন জ্যেষ্ঠ পুলিশ অফিসারের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, ঘটনার পর নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন।

তারা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। চালকের নাম এখনো জানা যায়নি।

জেলার একজন পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানান, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিলো। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে আরোহীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌঁছালে সিমেন্টের ব্যাগ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যায়।

নিহতরা হলেন- অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া।

পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও খুব গুরুতর। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এ সময় তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিলো কী না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিলো কী না তা খতিয়ে দেখা হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular