পল্টনে ১০ দফা দাবিতে হকারদের বিক্ষোভ !

0
33

নিউজ ডেস্ক:

হকারদের পুনর্বাসন, বাজেটের অন্তর্ভুক্তিকরণ, রাষ্ট্রীয় স্বীকৃতিসহ ১০ দফা দাবিতে রাজধানীর পল্টন মোড়ে আজ সকাল ১১টা থেকে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন। রাজধানীর দক্ষিণ সিটি করপোরশনের আওতায় থাকা ফুটপাত ব্যবসায়ীরা এই বিক্ষোভে অংশ নেয়।

হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশিম সংবাদমাধ্যমকে জানান, আমরা তাই এবার ১০ দফা দাবিতে আমরা আন্দোলন করছি। আগে থেকেই আমরা নিপীড়নের স্বীকার। শেষবার আমাদের সিটি করপোরশন যে শর্ত দিয়েছে এ শর্তে ব্যবসা করা সম্ভব নয়।