পলাশবাড়ীতে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সমর্থক সভা অনুষ্ঠিত

0
2

বায়েজীদ  পলাশবাড়ী (গাইবান্ধা)  :

 তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রুজ্জু ধারন করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না – সুরা আল ইমরান আয়াত -১০৩। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে সৎ দক্ষ ও দেশ প্রেমিক নাগরিক তৈরি শিরোনামে এক সমর্থক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর সোমবার বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির পলাশবাড়ী পৌর থানা শাখার  ৪ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এ সভা  অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গাইবান্ধা জেলা
 শাখার সেক্রেটারি রুম্মান ফেরদৌস ।
পলাশবাড়ী পৌর থানা শাখার সভাপতি আব্দুল্লাহসহ স্থানীয় দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।