বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) :
অর্থের বিনিময়ে বিভিন্ন পদে মাস্টার রোলে নিয়োগ দেয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার ১৩ কর্মকতা কর্মচারীকে ছাটাই করা হয়েছে।
৮ অক্টোবর মঙ্গলবার পলাশবাড়ীতে পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: আল ইয়াছা রহমান তাপাদার স্বাক্ষরিত এক পত্রে
তাদের নিয়োগ বাতিল করেন।
পলাশবাড়ী পৌর সভার প্রকৌশলী মুতুর্জা এলাহী ১৩ কর্মকতা কর্মচারী ছাটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য পলাশবাড়ীতে পৌর সভায় সাবেক মেয়র গোলাম সারোয়ার প্রধান বিপ্লব মেয়র থাকা কালীন, মোটা অংকের টাকার বিনিময়ে বেশ কয়েকটি পদে তার শালী ভাগিনাসহ বেশ কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করেন। একইভাবে তিনি ১৫ জন কর্মকতা কর্মচারীকে মাস্টার রোলে নিয়োগ প্রদান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের সত্যতা প্রমানিত হওয়া ও কাজকর্ম না থাকায় তাদেরকে ছাটাই করা হয়।