পর্যটকদের জন্য অপার সম্ভাবনাময় জেলা চুয়াডাঙ্গা— ডিসি

0
4

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। গতকাল শুক্রবার দিবসটি উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডসহ বিভিন্ন পর্যটন সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মূল লক্ষ্য হলো পর্যটনের ভূমিকা সম্পর্কে সবার মধ্যে জনসচেতনতা বাড়ানো। দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

‘পর্যটন শান্তির সোপান’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস—২০২৪ উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, ভারপ্রাপ্ত) শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন স্থানের ভ্রমণের সুযোগ হয়েছে। আমরা যখন একটি স্থানে যায়, নিশ্চয় কোনো না কোনো উদ্দেশ্য করেই যাওয়া হয়। সেখানে যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত করে তারপর সেখানে যাওয়া হয়। সেখানকার আবহাওয়া এবং সুন্দর আবাসন ব্যবস্থা আছে কি না সেদিকেও খেয়াল রাখতে হয়। আমার মনে হয় চুয়াডাঙ্গা জেলায় এর সবকিছুই আছে।

তিনি আরও বলেন, আমাদের চুয়াডাঙ্গা জেলা পর্যটকদের জন্য একটি অপার সম্ভাবনাময় জেলা। আমাদের চুয়াডাঙ্গায় দেখার মতো যতগুলো ঐতিহ্যবাহী স্থান আছে, সেগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করব। সেগুলোর তথ্য সঠিকভাবে সংরক্ষণ করে পর্যটকদের মধ্যে ছড়িয়ে দেব। এ জেলায় পর্যটকরা আসলে তারা এ জেলা সম্পর্কে সুন্দর একটি ধারণা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান। আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ক্বারী কবীর আহম্মেদ। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাঈফ, দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, এসিবি ট্রাভেলসের প্রতিনিধি শাহজালাল বাবু, আক্কাস লেক ভিউ পার্কের নির্বাহী পরিচালক রাহুল, জেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির সোহান। আলোচনা সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী মোরশেদ আলম রাফি, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাদিয়াতুল জান্নাত প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজসহ চুয়াডাঙ্গার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র‌্যালি করেছে মেহেরপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক সিফাত মেহনাজের নেতৃত্বে র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মু. তানভীর হাসান রুমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রনি আলম নুর, টিটিসির অধ্যক্ষ আরিফ আহমেদ তালুকদারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা—কর্মচারী অংশ নেয়।