শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

পর্তুগালে মহান স্বাধীনতা দিবস পালিত !

নিউজ ডেস্ক:

২৬ শে মার্চ পর্তুগালের স্থানীয় সময় রবিবার ৯:৩০ মিনিটে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে স্বাধীনতা দিবস পালনের অানুষ্ঠানিকতা শুরু হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান অাব্দুল্লাহ তৌহিদের সঞ্চালনায় পর্তুগালে নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রুহুল অালম সিদ্দিকীর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন দূতাবাসের হিসাবরক্ষক সামিউল হকের পর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা সম্মান প্রদর্শনের মাধ্যমে বেলা ১২.৩০ মিনিটে ২য় পর্ব ও আলোচনা সভার শুরু হয়। আলোচনা সভার শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠ করেন দূতাবাস কর্মকর্তা ও সচিববৃন্দ।

মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অালোচনা সভায় রাষ্ট্রদূত মো. রুহুল অালম সিদ্দিকী ছাড়াও বক্তব্যে রাখেন পর্তুগাল অাওয়ামী লীগের সভাপতি জহিরুল অালম জসিম, রানা তসলিম উদ্দিন, মিয়া ফরহাদ, শওকত ওসমান, মোহাম্মদ ফারুখ, কাজল অাহমেদ, দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভার শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র ও বঙ্গবন্ধুর ভাষণ এবং দোয়া ও মোনাজাত করা হয় একাত্তরের অাত্মাত্যাগী শহীদদের স্মরণে। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের সহকারী কনস্যুলার নুর উদ্দিন। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ দূতাবাস পর্তুগাল কর্তৃক অায়োজিত স্বাধীনতা দিবসের এ অনুষ্ঠান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular