পর্তুগালে বৃহত্তর ফরিদপুরবাসীর বর্ষবরণ !

0
46

নিউজ ডেস্ক:

একটু নতুনত্ব বা ভিন্নতার আশায় সবাই নতুনের মাঝে আশা খোঁজে। তাই নতুনকে নিয়ে এতো আয়োজন, এত ভাবনা। ভৌগলিক সীমানা ছাড়িয়ে সবাই শুভেচ্ছা জানান একে অন্যকে। নতুন বছরে কি হবে সে চিন্তা বাদ দিয়ে পর্তুগালের বসবাসরত বৃহত্তর ফরিদপুরের মানুষও তাই এক হয়েছেন সবাইকে শুভকামনা জানাতে।

নতুন বছরকে আরও সুন্দর করে রাখতে বৃহত্তর ‘ফরিদপুর অ্যাসোসিয়েশন,পর্তুগাল’ এর আয়োজনে বরণ করে নেয়া হয় ইংরেজি নববর্ষকে। লিসবনে রবিবার সন্ধ্যা সাড়ে আটটায় এ উপলক্ষে আনন্দ উৎসবের আয়োজন করা হয়।

সাধারণ সম্পাদক এনামুল হক মিথুনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি একে রাকিব। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জহিরুল আলম জসিম। অতিথি বক্তা হিসাবে বক্তব্য রাখেন বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রানা তসলিম উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন সহ-সভাপতি মামুন-অর-রশীদ, সরদার রায়হান, সহ-সাধারণ সম্পাদক পনির আজমল, অর্থ সম্পাদক রেজাউল বাসেত, সাংস্কৃতিক সম্পাদক সাইদুজজামান বাদল, শ্রম বিষয়ক সম্পাদক জামাল ফকির, প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল হাসান, কার্যকরী সদস্য আবদুর রাজ্জাক, মিজানুর রহমান মোল্লা, ফাইজ আহম্মেদসহ পর্তুগাল বসবাসরত বাংলাদেশি কমিউনিটির লেহাজ উদ্দিন, মিয়া ফরহাদ, জাহাংগীর আলম, আবুল কালাম আজাদ, শওকত ওসমান, কাজী এমদাদ হোসেন, দেলোয়ার হোসেন, মহিন উদ্দিন, ইউসুফ তালুকদার, শফিকুল ইসলাম, পারভেজ খান, খসরু মিয়া, বিল্লাল রেজা, আব্দুল করিম মানিক, লিটন কাদেরী, আমিন ভূঁইয়া, নজরুল ইসলাম সহ বিভিন্ন জেলার কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।