নিউজ ডেস্ক:
পরমাণু ঘাঁটি লক্ষ্য করে হামলা হলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান। ওয়াশিংটনের ইন্সটিটিউট অব পিসে দেওয়া বক্তব্যে এমনটাই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
আসিফের হুঁশিয়ারি, পাকিস্তানের পরমাণু ঘাঁটির বিরুদ্ধে ভারত হামলা চালালে তারা বসে থাকবেন না। এর আগে ভারতীয় বিমান বাহিনী বা আইএএফের প্রধান বি এস ধানোয়া হুঁশিয়ারি দেন, ভারতের যদি সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন হয় তাহলে তারা পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলোর ওপর হামলা করবে এবং সেগুলো ধ্বংস করে দেবে।
তার এই বক্তব্যকে কেন্দ্র করেই হুঁশিয়ারি দিয়ে খাজা আসিফ বলেন, যদি সত্যিই তাই করা হয় তাহলে পাকিস্তান ধৈর্য ধরে বসে থাকবে এমনটি কেউ যেন প্রত্যাশা না করেন। তিনি আরও বলেন, ভারতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এটিই পাকিস্তানের দেওয়া কূটনৈতিক ভাষার জবাব।