পরকীয়ায় জড়ালেন স্ত্রী, অতঃপর…

0
48

নিউজ ডেস্ক:

সুখের সংসারই ছিল আর্সলান ভালিভের। কিন্তু স্ত্রী পরকীয়ায় জড়ানোর পর সেটা আর সুখের থাকেনি
এজন্য তিনি স্ত্রীকে মারধর করতেন। আর তারই ফলশ্রুতিতে স্ত্রী-র সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে যায় তাঁর। স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর থেকেই তিনি ভেঙে পড়েন। ২১ সেপ্টেম্বর ভিডিওতে তিনি স্ত্রীকে হারানোর পরে তাঁর মানসিক অবস্থার কথা সবিস্তারে বর্ণনা করে জানান।

আত্মহত্যার লাইভ ভিডিওতে তিনি জানান, তাঁর মৃত্যুর পরে স্ত্রীর কাছে এই বার্তা যেন পৌঁছে দেওয়া হয় তিনি তাঁকে প্রচণ্ড ভালবাসেন। ততক্ষণে অবশ্য সাপের ছোবল তাঁর আঙুলে বসে গেছে! ক্যামেরার দিকে সেই কামড় খাওয়া আঙুল বাড়িয়ে দেন তিনি। বলেন—‘‘এটা সুন্দর, না? আহ, কেমন যেন লাগছে… সকলকে বিদায়… আমি কোনো দিন ভাবিনি আমার সঙ্গে এমনটা হবে। ’’

ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে ভালিভ স্ত্রীর ফোন নম্বর জানিয়ে দেন সকলকে। জানান, তিনি কাঁপছেন
সেই সঙ্গে জানিয়ে দেন, স্ত্রীকে একবার দেখতে পেলে তাঁর ভাল লাগত। যদিও তার শেষ ইচ্চা পূরণ হয়নি। এক বন্ধু ফেসবুক লাইভে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে প্রাণহীন হয়ে পড়েন ভালিভ।