নায়িকার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন এ বিষয়ে নানা ধরনের অভিযোগ করেছেন।
তবে, নিজের অবস্থান স্পষ্ট করে পপি দাবি করেছেন, জমিটি তিনি নিজের উপার্জনে কিনেছেন। কিন্তু তার মা মরিয়ম বেগম এই দাবিকে একেবারে অস্বীকার করছেন।
সূত্রে জানা গেছে, খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার ১১ কাঠা জমি নিয়ে এ বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ, এর মধ্যে ৫ কাঠা জমি পপি ইতোমধ্যে নিজের নামে লিখিয়ে নিয়েছেন এবং বাকি ৬ কাঠার মালিকানা পেতে তার মা, ভাই এবং বোনদের ওপর চাপ দিচ্ছেন।
মরিয়ম বেগম তার অভিযোগে বলেন, আমার আরও পাঁচটি সন্তান আছে—চার মেয়ে এবং দুই ছেলে। তারা কেউ আমাকে বিরক্ত করে না, কিন্তু পপি শুধু আমাকে বিরক্ত করছে। এখন সে তার স্বামীকে নিয়ে আমাদের হুমকি দিচ্ছে। তিনি আরও বলেন, পপি নিজের উপার্জনে জমি কিনেছে, কিন্তু আমাদের জমি সে নিজের নামে লিখে নিয়েছে। আমাদের জমির উপর বিদ্যুতের লাইন কেটে দিয়েছে।
মরিয়ম বেগম যোগ করেছেন, পপি যখন আমাদের সঙ্গে ছিল, তখন তার কোনও অনুভূতি ছিল না। এখন সে জমিটি লিখে নিয়েছে এবং বলে এটি সে কিনেছে। তবে, আমরা তখন একসাথে ছিলাম, একসঙ্গে খেতাম, আমাদেরও অর্থ খরচ হয়েছিল। সেই টাকা দিয়ে জমি কিনেছে, অথচ এখন দাবি করছে এটি তার ক্রয়কৃত সম্পত্তি।
এদিকে, পপির মা পুরো বিষয়টি সমাধানের জন্য সহায়তা চেয়েছেন। তিনি জানান, তার হাতে কোনও শক্তি বা ক্ষমতা নেই এবং তিনি চান, বিষয়টি সঠিকভাবে সমাধান হোক।