পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমি মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ

0
2

২৬ অক্টোবর শনিবার পটিয়া উপজেলার কমল মুন্সির হাট সংলগ্ন আল হেরা ইসলামিক এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত আল হেরা ইসলামী একাডেমীর ব্যবস্থাপনায় স্কুলের মাঠে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( উদযাপন ও অভিভাবক সমাবেশ এবং কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অ্যাডভোকেট আরিফ উদ্দীনের সভাপতিত্বে প্রধান পরিচালক ইঞ্জিনিয়ার এম এ ছালেকের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অ্যাড. লিয়াকত আলী, উদ্বোধক ছিলেন আবুল খায়ের গ্রুফের এঙিকিউটিভ ডিস্ট্রিভিটর জাফর আহমদ, প্রধান বক্তা ছিলেন অ্যাড. জসিম উদ্দিন, প্রধান আলোচক ছিলেন আলহেরা ইসলামি একাডেমির প্রধান শিক্ষক হাফেজ বেলাল উদ্দীন, বিশেষ অতিথি ছিলেন ডা. এমদাদুল হাসান, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমন, পল্লী বিদ্যুৎ সমিতির এ জি এম ইঞ্জিনিয়ার হানিফ, মোহাম্মদ রাশেদ, কামাল উদ্দিন, মোহাম্মদ আজিজ উদ্দীন, নুরুল আজিম, কানুন উদ্দিন, আবুল হাসান,কামাল উদ্দিন পারভেজ, হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন,মোরশেদ মানিক, তারেক, ওয়াসিম, নুরুল আলম, ওসমান প্রমুখ। অনুষ্ঠানে ২০ কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ধর্মের সঠিক শিক্ষাকে যদি কাজে লাগানো যায় তাহলে আজকের শিশুরা একজন পরিপূর্ণ মানুষ হবে।