নোয়াখালী এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত !

0
56

নিউজ ডেস্ক:

স্পেনের মাদ্রিদের টেস্ট অব ইন্ডিয়া রেস্টুরেন্টে গত ১০ অক্টোবর বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশনের কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর প্রথম বাৎসরিক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কার্যকরী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর এই আলোচনা সভায় প্রতিষ্ঠাকাল হতে এসোসিয়েশনের কার্যক্রম পর্যালোচনা ছাড়াও আগামীদিনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা বেলাল আহমেদ। এসোসিয়েশনের সহসভাপতি মীরমাসুমের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন আরাফাত সাংগঠনিক কার্যক্রম নিয়ে কথা বলেন। বক্তব্য রাখন, সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপদেষ্টা মোঃ বেলায়েত হোসেন, সহিদুল আজিজ, আবু বক্কর, মোঃ আলম, সহ সভাপতি, আনোয়ারুল আজিম, কামরুল ইসলাম, সহ সভাপতি মনির হোসেন বাবুল, সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাবের হোসেন, অর্থ সমাপদক উমর ফারুক প্রমুখ।