বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য

অনলইন ডেডক্সঃ

ফিলিস্তিনের গাজায় রাফাতে হামলা চালানোয় গত মে মাসে ইসরায়েলের সঙ্গে সবধরনের বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তুরস্ক। তবে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও তৃতীয় দেশের মাধ্যমে ইসরায়েলে যাচ্ছে তুরস্কের পণ্য।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই বৃহস্পতিবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, গত মে মাসে তুরস্ক থেকে ১১৬ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে ইসরায়েল। যা গত বছরের মে মাসের তুলনায় ৬৯ শতাংশ কম। কিন্তু তুরস্কের রপ্তানিকারক সংস্থা দাবি করেছে মে মাসে ইসরায়েলে গেছে মাত্র ৪ মিলিয়ন ডলারের পণ্য। যা গত মে মাসের তুলনায় ৯৯ শতাংশ কম।

তবে তুরস্ক ও ইসরায়েলের বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র মিডেল ইস্ট আইকে জানিয়েছেন, তুরস্কের বেশিরভাগ পণ্য সরাসরি ইসরায়েলে না গিয়ে গ্রিসসহ আশপাশের অন্যান্য দেশে যাচ্ছে। এরপর সেসব দেশ থেকে তুরস্কের এসব পণ্য যাচ্ছে ইসরায়েলে।

তুরস্ক— গাজায় পূর্নাঙ্গ যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার পর আশপাশের দেশগুলোতে যাওয়া শুরু করে দেশটির পণ্য।

তবে বাণিজ্য সংশ্লিষ্ট এক ব্যক্তি দাবি করেছেন, তুরস্ক বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার আগে ইসরায়েল যেসব পণ্য অর্ডার করেছিল সেসব পণ্যই বেশি এখন গ্রিস হয়ে ইসরায়েলে যাচ্ছে।

সূত্র: মিডেল ইস্ট আই

Similar Articles

Advertismentspot_img

Most Popular