বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারাদেশে মোতায়েন করা হয়েছে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি। একই সঙ্গে চুয়াডাঙ্গার দু’টি নির্বাচনী এলাকার জন্য সাত প্লাটুন ও মেহেরপুরের দু’টি নির্বাচনী এলাকার জন্য চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত সফরের অংশ হিসেবে নির্বাচনকালীন বিজিবির প্রস্তুতি তদারকি করতে চুয়াডাঙ্গা ঘুরে গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি ও পিএসসি। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে হেলিকপ্টারযোগে তিনি এসে পৌছান। এসময় মহাপরিচালক মহোদয়কে স্বাগত জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা ও পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম। এরপর চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দফতরে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা তদারিক করেন। পরে দুপুর ১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. রাশিদুল আলম। চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল ইমাম হাসান মৃধা জানান, চুয়াডাঙ্গায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির নির্বাচকালীন সার্বিক কার্যক্রম তদারকিতে সংক্ষিপ্ত সফরে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম স্যার চুয়াডাঙ্গা সফর করেন।