মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ০৪ মে ॥ নিরাপদ আম বাজারজাতকরণের উপর মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রধান বক্তা ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ সরফউদ্দীন। সভায় নিরাপদ উপায়ে আম উৎপাদনের কলা কৌশলের উপর আলোচনা করা হয়। সভা থেকে গোপালভোগ ১৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ৩০ মে ও আ¤্রপালি জুনের শেষ সপ্তাহ থেকে সংগ্রহের সময় বেধে দেয়া হয়। এছাড়াও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য দিয়ে কেউ যাতে আম বাজারজাত না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক পরিমল সিংহ। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল, কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান। জেলার আম চাষী ও ব্যবসায়ীরা সবায় উপস্থিত ছিলেন।