নিউজ ডেস্ক:
জলাবদ্ধতা নিরসনে আবারো ছড়া ও খাল উদ্ধারে নেমেছে সিলেট সিটি করপোরেশন। এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারে বলরামের খালের শাখা খাল উদ্ধার কাজ শুরু হয়।
ওই খালের উপর সিটি করপোরেশনের নিজস্ব মালিকানাধীন তিনতারা মার্কেটের একটি অংশ ভাঙার মধ্য দিয়ে খালটি উদ্ধারের কাজ শুরু করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় তিনি জানান, বলরামের খালের শাখা খালটির উদ্ধার কার্যক্রম শেষ হলে জিন্দাবাজার, হাওয়াপাড়া ও বারুতখানাসহ আশপাশ এলাকার জলাবদ্ধতা কমে আসবে। সিটি করপোরেশনের মালিকানাধীন তিনতারা মার্কেটের নিচ দিয়ে ওই খাল প্রবাহিত হওয়ায় খালটি উদ্ধারে মার্কেটের করিডোর ভাঙার কাজ শুরু হয়েছে।
এছাড়া জলাবদ্ধতা নিরসনে পর্যায়ক্রমে নগরীতে বেদখল হওয়া সবকটি ছড়া ও খাল উদ্ধার করা হবে বলে জানান মেয়র আরিফ।
খাল উদ্ধার কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদী ও শান্তনু দেব সন্তু প্রমুখ।