নিজস্ব প্রতিবেদক :
বিএনপি যে ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের আন্দোলন করছে তা নারায়ণগঞ্জ সিটি করপোরশন নির্বাচনে আংশিক সফল হয়েছে বলে মনে করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এ সময়ে তিনি মান্নার শারীরিক খোঁজখবর নেন। ২২ মাস কারাগারে আটক থাকার পর গত রবিবার জামিনে মুক্তি পান মান্না।
মির্জা ফখরুল বলেন, ‘আমি নাসিক নির্বাচনকে ভিন্নভাবে দেখি। নারায়ণগঞ্জ একটি স্থানীয় সরকার নির্বাচন। এটির ফলাফল দিয়ে জাতীয় নির্বাচন বিচার করা যাবে না। নাসিক নির্বাচনে জাতীয় ইস্যু ছিল না। বাহ্যিক দিক দিয়ে নির্বাচন সুষ্ঠু হলেও ভিতরে কি হয়েছে তা তদন্ত করতে হবে। তদন্ত করে আপনাদের বলবো।’
তিনি বলেন, ‘মাহমুদুর রহমান মান্না সকলের কাছে জনপ্রিয় ও সংগ্রামী নেতা। মিথ্যা মামলায় ২২ মাস কারাবরণ করেছেন। ২২ মাস পর তিনি জামিন পেয়েছেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসক অধ্যাপক সালেকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মান্না। কারাগারে থাকা অবস্থায় তিনি কিডনি জটিলতা, হৃদরোগসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে মেডিসিন বিভাগের ২০৩ নম্বর কেবিনে ভর্তি আছেন।