নারী দিবসে বরিশালে র‌্যালি, আলোচনা সভা !

0
31

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বরিশালে র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর নাইন রোডের পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে র‌্যালি করে মেট্রোপলিটন পুলিশ। র‌্যালিটি সাপোর্ট সেন্টার থেকে শুরু হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. গাউস। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামনের সভাপতিত্বে আলোচনা সভায় মেট্রো পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া বেগমসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বক্তৃতা দেন।

বক্তারা ঘরে-বাইরে সর্বত্র নারীকে সন্মান জানানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া কর্মক্ষেত্রে নারী বান্ধব পরিবেশ তৈরীতে সকলের সহযোগীতা কামনা করেন বক্তারা। দিবসটি উপলক্ষে বিকেলে উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।