নারায়ণগঞ্জে নার্সদের কর্মবিরতি পালিত

0
3

নার্স ও মিডওয়াইফারিদের পদায়ন বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করেছে নার্সিং সংস্কার পরিষদ নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মবিরতি পালন করেন তারা।

এসময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং এন্ড মিডওয়াইফারি কাউন্সিল থেকে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

আন্দোলনরত সিনিয়র স্টাফ নার্স শিমু মোদক বলেন, রোগীদের সেবা আগে। কোন ধরনের আন্দোলন যেতে চান না তারা। আন্দোলনে নামলেও তারা জরুরী বিভাগ আইসিইউসহ বিভিন্ন বিভাগে সেবা চালু রেখেছেন। তাদের যৌক্তিক যে দাবি দ্রুত মেনে নেয়া আহ্বান জানান তিনি।