রফিকুল ইসলাম রফিক, নান্দাইল প্রতিনিধি ঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে গত মঙ্গলবার (২৯ মে) রাতে কবর স্থানের জমি নিয়ে একই গ্রামের মৃত আব্দুল কাদিরে পুত্র রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রাশিদ গংদের সাথে প্রতিপক্ষ জালাল উদ্দিন, জহিরুল ইসলাম ও তাজুল ইসলাম গংদের সাথে মুখোমুখি সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়েছে। আহত জালাল উদ্দিন জানান, “ফরিদাকান্দা মৌজায় পারিবারিক কবর স্থানে সোয়া ৪ শতাংশ জমি রয়েছে, খোকনের শতাংশ ও মরহুম আব্দুল কাদিরের ৪ ভাইয়ের ২ শতাংশ জমি রয়েছে। আমার বৈধ জমিতে আমি ঘর করলে মৃত আব্দুল কাদিরের পুত্র রফিক, শফিক ও মৃত আব্দুল জলিলের পুত্র আব্দুর রাশিদ বাড়ি-ঘরে হামলা চালিয়ে পল্লী বিদ্যুতের মিটার, ১টি মোটর সাইকেল সহ আসবাব পত্র ভাংচুর করে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তারা নিজেরাই মরহুম আব্দুল কাদিরের কবর স্থানের টাইলস ভেঙ্গে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।” ৬নং রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুকন উদ্দিন জানান, “মৃত আব্দুল কাদির গং পরিবার ও জালাল উদ্দিনের পরিবার পরস্পর নিকত আত্মীয়। দীর্ঘদিন ধরে তাদের দুই পরিবারের মাঝে কবর স্থানের জমি নিয়ে বিরোধ রয়েছে। নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চৌধুরী স্বপনের সহযোগীতায় বিষয়টি অতি দ্রæত ফয়সালা করার চেষ্টা করছি।” ফরিদাকান্দা গ্রামের আওয়ামীলীগের নেতা মো. আনোয়ার হোসেন জানান, দুই পরিবারের মাঝে কবর স্থানের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে গোলযোগ রয়েছে। এনিয়ে দুই পরিবারের মাঝে মারামারি হয়। ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় বিষয়টি ফয়সালা করা হবে।”