বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে ৪ দিনব্যাপী বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ শুরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চার দিনব্যাপী কাজী,ইমাম,ইউপি চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক ও সাংবাদিক দের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি প্রশিক্ষণ টির উদ্ভোধন করেন। উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্টানে উদ্ভোধনী বক্তবে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহেদী ইমাম বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। আমি আপনাদের কাছে আশা রাখবো বাল্যবিবাহ সম্পর্কে এই প্রশিক্ষন থেকে আপনারা শিক্ষা গ্রহন করবেন এবং দেশ ও সমাজের কল্যানে তা প্রয়োগ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা রহমান, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, নিকাহ্ রেজিষ্টার কাজী শামছুদ্দিন আহম্মেদ, বরকত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশিক্ষক সালমা আক্তার ও সঞ্জিতা রাণী দাস। ৪দিনের এই কর্মশালায় প্রতিদিন ৩৫জন করে ১৪০জন বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ যোগদান করবেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular