বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে ১১ জনের মনোনয়ন পত্র সংগ্রহ ॥

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২৬শে নভেম্বর) পর্যন্ত মোট ১১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। নান্দাইল নির্বাচন অফিসের ক্রম অনুসারে মনোয়ন পত্র সংগ্রহকারীরা হচ্ছেন- মো. সাইদুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), খুররম খাঁন চৌধুরী (বিএনপি), মো. শফিকুল আলম (জাকের পার্টি), মো. মামুন বিন আব্দুল মান্নান (বিএনপি), মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন (আওয়ামীলীগ, দলীয় প্রতীক নৌকা প্রাপ্ত), এডভোকেট গিয়াস উদ্দিন (জাসদ), ইয়াসের খাঁন চৌধুরী (বিএনপি), এডভোকেট আব্দুল হাই (আওয়ামীলীগ), একেএম রফিকুল ইসলাম (বিএনপি), গণফোরাম লতীফুল বারী হামিম ও মেজর জেনারেল অব: আব্দুস সালাম (আওয়ামীলীগ)। উল্লেখ্য ইতিমধ্যে গত ২৫শে নভেম্বর বর্তমান সংসদ সদস্য মো. আনোয়রুল আবেদীন খাঁন তুহিন দলীয় মনোনয়ন পেয়েছেন। বিএনপি’র এখন পর্যন্ত মনেনায়ন নিশ্চিত হয়নি। নান্দাইল উপজেলা নির্বাচন অফিসার মো. মাহমুদুল হক জানান, প্রত্যেকে ভোটার তালিকা সিডি বাবদ এগারো হাজার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ২৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত সর্বশেষ মনোনয়ন ফরম জমা দিতে হবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular