নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের বনগ্রাম থেকে এক ভূয়া সেনা সদস্যকে আটক করেছে এলাকাবাসী। নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর থানার অষ্টধার গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র ফিরোজ মিয়া (৩৫) উপজেলার নিজাম উদ্দিনের ছেলে সজিব মিয়া (১৮) কে সেনাবাহিনীতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ছয় লক্ষ টাকার চুক্তি করে। তম্মধ্যে ১ নভেম্বর /১৭ইং তারিখে দুই লক্ষ টাকা নেয়। বাকী টাকা পরবর্তীতে নিয়োগ পাওয়ার পর পরিশোধ করার শর্ত দেয়। দুই লক্ষ টাকা নেয়ার পর ভূয়া সেনা সদস্য লাপাত্তা হয়ে যায়। গত ৩১ জানুয়ারী/১৮ তারিখ বুধবার রাত আনুমানিক ৮ টায় ফিরোজ মিয়া সেনা বাহিনীর মনোগ্রাম যুক্ত সবুজ রংয়ের জার্সি পরিধান করে বনগ্রাম চৌরাস্তা বাজারে তার ভাই সেনাবাহিনীর মেজর এবং সে নিজেও সেনাবাহিনীতে কর্মরত বলিয়া পরিচয় দেয়। এ সময় স্থানীয় লোকদের সন্দেহ হলে তাকে আটক করে নান্দাইল মডেল থানায় সোপর্দ করে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে, জানান ধৃত ব্যাক্তির কাছ থেকে সেনাবাহিনীর পোষাক পরিহিত ৫ টি ছবি ও ৪টি ভূয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা- নং-১(২)১৮ তারিখ- ০১.০২.১৮ইং।