শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

নান্দাইলে বড়াইল বাজারে আইন শৃঙ্খলা উন্নয়নে মতবিনিময় সভা!

 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল বাজারে বৃহস্পতিবার ১১ ঘটিকায় বড়াইল বাজার সহ সংলগ্ন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, গ্রাম্য জুয়া ও মাদকের ব্যবসা বন্ধ করার জন্য এক মতবিনিময় সাবেক ইউপি সদস্য মোঃ ফজলুর রহমানের সভাতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোখলেছুর রহমান, উপ-পরিদর্শক মোঃ আব্দুস সাত্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক মোঃ এবি সিদ্দিক খসরু মত বিনিময় সভায় বক্তব্য রাখেন। স্থানীয় জনগণ জানান বড়াইল বাজারের সীমান্তবর্তী এলাকায় বড়াইল গ্রামের বরখাস্তকৃত পুলিশ খায়রুল মিয়া, বরখাস্তকৃত আনসার ফজলু মিয়া, মঙ্গল মিয়ার পুত্র নুরুল মিয়া, উমেদ আলীর পুত্র রুহুল আমিন নান্দাইল, তাড়াইল ও কেন্দুয়ার সীমান্তে দীর্ঘদিন যাবত গ্রাম্য জুয়ার আসর বসানোর ফলে এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে। স্থানীয় জনগণ এদের গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন। ওসি তদন্ত মোখলেছুর রহমান বলেন, এদের গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular