বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নান্দাইলে ছাত্রীর উপর হামলার ঘটনায় ৬ জনের নামে মামলা !

 

রফিকুল ইসলাম রফিক, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় বুধবার মাদ্রাসার ছাত্রীর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার নান্দাইল মডেল থানায় ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। হামলায় আক্রান্ত ছাত্রী সাওদা আক্তারের পিতা বাকি বিল্লাল বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছে একই এলাকার আল আমিনের পুত্র মিয়াদ হোসেন ওরফে সিনজন (১৬), রিয়াদ উদ্দিন সরকারের পুত্র রাব্বি (১৬), ফেরদৌস মিয়ার পুত্র নোমান মিয়া (২০), ফারুক মিয়া (৫০), আল আমিন (৪৫) এবং আল আমিনের স্ত্রী কণা আক্তার (৩৫)সহ অপ্সাত ৪/৫জন। ইতি মধ্যে পুলিশ নোমান মিয়াকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে। উল্লেখ্য বুধবার বখাটে মিয়াদ হোসেন প্রকাশ্য দিবালোকে ছাত্রীর উপর হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। উপপরিদর্শক নুরুল হুদা মামলার তদন্তভার গ্রহন করে জানান বাকী আসামীদের গ্রেফতার জোর চেষ্টা চালানো হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular