নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ দু’জনের মৃত্যুদণ্ড !

0
19

নিউজ ডেস্ক:

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রী রেজিনা পারভিন রুপালীকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (২১শে জুন) বেলা ১২টার দিকে জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রুপালীর স্বামী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার দক্ষিণ নগরাজপুর পচাবাড়িয়া এলাকার শাহ জামান মানিকের ছেলে শাহমিম হোসেন (৩২) ও তার বন্ধু একই উপজেলার ধর্মপুর গাংগইলহাট এলাকার নুর ইসলামের ছেলে রমিজুল আলম (৩০)।
রেজিনা পারভিন রুপালী লালমনিরহাট সদর উপজেলার ধুমেরকুটি গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।