বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাটোরে রাস্তার পাশে পড়ে ছিল আগ্নেয়াস্ত্রসহ ১১ রাউন্ড গুলি

নাটোরের রাস্তার পাশ থেকে একটি বিদেশি পিস্তলসহ ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শহরের স্টেশন কারবালা মোড় থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি শহরের একজন ঠিকাদারের নামে লাইসেন্স করা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে রাতেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাটোরের নবনিযুক্ত পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।

মো. মারুফাত হুসাইন জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কর্মকর্তাদের আগেই নির্দেশ প্রদান করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় রোববার রাতে শহরের স্টেশন এলাকায় ঠিকাদার আশফাকুল ইসলামের বাড়ির সামনে থেকে একটি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত এই অস্ত্রের লাইসেন্সধারী মালিক আশফাকুল ইসলাম। এ অস্ত্র দিয়ে তিনি সন্ত্রাসী কায়দায় গত ৫ আগস্ট গুলি ও চালিয়েছেন বলে জানতে পেরেছি। উদ্ধার হওয়া অস্ত্রটিসহ আরো কয়েকটি অস্ত্র তার বেহাত হয়েছে বলে তিনি (আশফাকুল) পুলিশকে জানিয়েছেন।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular