বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭, আহত ৪৭

নিউজ ডেস্ক:

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বিউ শহরের একটি মার্কেটে দুটি আত্মঘাতী বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শনিবারের ওই হামলায় আরও ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তারা জানাচ্ছেন, রাজধানী আবুজায় চালানো এ বোমা হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কেউই এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি। তবে কর্মকর্তারা বলছেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে এটা বোকো হারাম চালিয়েছে।

এদিকে, নাইজেরিয়ার সেনাবাহিনী বোকো হারামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। কিন্তু বোকো হারামকে কোনোভাবেই যেন দমানো যাচ্ছে না।

জাতিসংঘ বলছে, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে বোকো হারাম এ ধরনের সন্ত্রাসী হামলা শুরু করলে ২০ হাজার লোক নিহত হয়। আর বাস্তুচ্যুত হয়েছে কমপক্ষে ১৭ লাখ মানুষ।

সূত্র: আল-জাজিরা

Similar Articles

Advertismentspot_img

Most Popular