বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নাইক্ষ্যংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন এক বাংলাদেশীর

মো. ফরিদ উদ্দিন, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে বদিউর রহমান (৪৫) নামের এক ব্যক্তির পা উড়ে গেছে। শনিবার দুপুরে উপজেলার চাকঢালা সীমান্তের ৪৫নং পিলারের কাছে হামিদিয়া পাড়া এলাকায় জিরো লাইনে এই ঘটনাটি ঘটেছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহত বদিউর রহমানকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে গেছে।
নাইক্ষ্যংছড়ির ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী জানান, জিরো লাইনে ফুল ঝাড়– সংগ্রহে গিয়েছিলেন বদিউর রহমান। সেখানে মাইন বিস্ফোরণে তার দুই পা উড়ে যায়। সীমান্তে মিয়ানমারের বিজিপি পাহারায় থাকার কারণে আহতকে উদ্ধার করতে সময় লেগেছে। আহত বদিউর রহমান ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক।
রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সীমান্তের জিরো লাইনেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনী স্থলমাইন ও বিস্ফোরক বসিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular