নতুন ভ্যান পেল সেই শিশু জিহাদ

0
2

চুয়াডাঙ্গার দীননাথপুরে ক্ষতিগ্রস্ত শিশু জিহাদকে নতুন ভ্যান উপহার দিয়েছে আলমডাঙ্গার ব্যবসায়ী সংগঠন ‘মানবতা ফাউন্ডেশন’। গতকাল মঙ্গলবার রাতে জিহাদের পিতা তাহাজ্জেল মিয়ার হাতে ভ্যানের চাবি তুলে দেন সংগঠনের সদস্যরা। এর আগে গত ৪ সেপ্টেম্বর আলমডাঙ্গা থেকে যাত্রীবেশে জিহাদের ভ্যান ছিনতাই হয়। এতে পরিবারটি চরম সংকটে পড়ে। দুদিন ধরে ঘরে রান্না হয়নি। পরে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভিন্ন মানবিক ব্যক্তি এগিয়ে আসেন এবং নগদ টাকা ও খাবার দিয়ে সহায়তা করেন।

এদিকে, নতুন ভ্যান পেয়ে গতকাল জিহাদের বাবা তাহাজ্জেল মিয়া বলেন, ‘দুদিন না খেয়ে কাটিয়েছি। এখন নতুন ভ্যান পেয়ে অনেক খুশি।’ তিনি আরও বলেন, ‘জিহাদ যা উপার্জন করতো, তা দিয়েই সংসার চলতো। কিন্তু ছেলে তো ছোট ওর লেখাপড়ার নিয়ে আমরা চিন্তায় আছি।’

মানবতা ফাউন্ডেশনের সদস্য ইউনুছ আলী বলেন, ‘বিভিন্ন পত্র-পত্রিকায় ভ্যান ছিনতাই ও শিশুটির পরিবারের করুণ অবস্থা দেখে আমরা ভ্যানটি কিনে দিয়েছি। জেলার পত্র-পত্রিকাগুলো এখাবেই মানুষের পাশে থাকবে আশা করি।’

দীননাথপুর গ্রামের ব্যবসায়ী মামুন বলেন, জিহাদের অসুস্থ মা দীর্ঘদিন বিছানাগত রয়েছেন। তার বাবাও অ্যাজমা রোগী। শিশু জিহাদ লেখাপড়ার বয়সে ভ্যান চালিয়ে যা উপার্জন করতো তা দিয়েই টেনেটুনে চলতো সংসার। এখন সর্বস্তরের মানুষ এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে এতে আমরা খুবই আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ব্যবসায়ীদের সংগঠন ‘মানবতা ফাউন্ডেশন’-এর সদস্য সেলিম রেজা, হযরত আলী, স্বপন আলী, রোকন, জহির, সাব্বির, ইলিয়াসসহ দীননাথপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।