বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নতুন নির্বাচন কমিশনও আন্তরিক হবে: বিদায়ী সিইসি

নিউজ ডেস্ক:

আগের নির্বাচন কমিশনের মতো নতুন কমিশনও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব সাংবিধানিক, দেশ ও রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আন্তরিকভাবে কাজ করে গেছি। নতুন ইসিও কাজ করবে। ”

গতকাল মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।এর আগে, সকালে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার শাহ আলম তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি স্মৃতিসৌধের মূল বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শাহ আলম।

এর আগে, গত সোমবার সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচজনকে নতুন ইসির জন‌্য মনোনীত করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নতুন এই কমিশনে সিইসি হিসেবে দায়িত্ব পালন করবেন নূরুল হুদা।

Similar Articles

Advertismentspot_img

Most Popular