বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নগ্নতাকে ঘিরেই নির্মিত যে পাঁচ রিয়্যালিটি শো !

নিউজ ডেস্ক:

বিশ্বজুড়ে হরদম রিয়েলিটি শো নির্মাণ হচ্ছে। দর্শক টানতে নির্মাতা-প্রযোজক কর্তৃপক্ষ সবসময় বৈচিত্র্য আনার চেষ্টা করেন। এ চেষ্টা চালাতে গিয়ে তারা এমন কিছু বিষয়কে বেছে নেন যা নিত্যনতুন বিতর্কের জন্ম দেয়। অনেক ক্ষেত্রে ক্ষোভের মুখে পড়ে সেসবের প্রচারও বন্ধ করতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ।

কিন্তু প্রচার বন্ধ হলেই তো আলোচনা থামে না, চলতেই থাকে। বিশ্বের বিভিন্ন দেশে নগ্নতা, যৌনতাকে পুঁজি করেও নানা রিয়েলিটি শো নির্মাণ করা হচ্ছে। কিন্তু শালীনতার সীমা অতিক্রম করায় দু’একটি পর্ব প্রচারের পরই তা বন্ধও হয়ে গেছে। তারপরও সেগুলো নিয়ে আলোচনা থেমে থাকেনি। তেমনই পাঁচটি রিয়েলিটি শো হলো  ‘সেক্স বক্স’, ‘নেবারস উইথ বেনিফিটস’, ‘ডেটিং নেকেড’, ‘জিগলোস’ ও ‘টোটালি ন্যুড’।

এগুলোর কোনোটিতে শুধু নারীরা, কোনো কোনোটিতে শুধু নবদম্পতি আবার কোনোটাতে প্রেমিক যুগল অংশ নেন। সেখানে নানা পর্বে অংশগ্রহণের শর্ত কোনো কাপড় পরা যাবে না। মেতে থাকতে হবে আদিমতায়। এসবে কোনো সমস্যার সম্মুখীন হলে পরামর্শ দেয়ার জন্য থাকেন বিশেষজ্ঞরাও।

Similar Articles

Advertismentspot_img

Most Popular