বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

নকিয়া ৩৩১০ – পূনর্জন্ম !

নিউজ ডেস্ক: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের শুরুতেই সব আলো নিজের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে নকিয়া। ফিচার ফোনের জগতে এখনো অপ্রতিদ্বন্দ্বী এই ফিনিস্ কোম্পানি তার স্বর্ণযুগের স্মৃতি ফিরিয়ে আনতেই কি না, আবারো বাজারে নিয়ে আসছে নকিয়া ৩৩১০। সেই ৩৩১০ নামে, যদিও ডিজাইনে থাকছে নতুনত্বের ছোঁয়া।
নকিয়া ৩৩১০ আসছে পুরনো স্মৃতি আর আধুনিক প্রযুক্তির যুগলবন্দী নিয়ে। পুরনো স্নেক গেম থাকছে, তবে তা অধিক উন্নত গ্রাফিক্স সমৃদ্ধ। ব্যাটারী আসবে দীর্ঘ ব্যাকআপ আর সুবিধাজনক মাইক্রো ই‌উএসবি পোর্ট নিয়ে। এছাড়াও যেসকল ফিচার নিয়ে আসছে নকিয়া ৩৩১০ –

– ২.৪ ইঞ্চি কার্ভড ডিসপ্লে
– ২ মেগাপিক্সেল ক্যামেরা
– হেডফোন জ্যাক
– একক সিম ও দ্বি-সিম (dual sim) সংস্করণ

এই ফোনটির মূল্য ধরা হয়েছে ৫২ ডলার।

Similar Articles

Advertismentspot_img

Most Popular