ধূমপান শেখানোয় সহকর্মীকে খুন !

0
31

নিউজ ডেস্ক:

ধূমপান ক্যানসারের কারণ। অতিরিক্ত ধূমপান মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে।
তাই ধূমপান শেখানোয় এক সহকর্মীকে গুলি করে খুন করল ভারতের দিল্লির এক যুবক।

২৫ বছরের এই যুবক পেশায় এক রেস্তোরাঁর রাঁধুনি। নিয়মিত ধূমপানের ফলে গলায় ইনফেকশন হয়েছিল মুস্তাকিম আহমেদ নামের এই যুবকের। কিন্তু তার দাবি, চিকিৎসক নাকি বলেছিলেন তার থ্রোট ক্যানসার হয়েছে। এতেই মুস্তাকিমের রাগ হয় সহকর্মী ইনায়েতের উপরে।

ইনায়েতের সঙ্গেই প্রথম ধূমপান শুরু করেছিলেন মুস্তাকিন আহমেদ। শুধু সিগারেটই নয়, ইনায়েত নাকি মুস্তাকিনকে গাঁজার নেশাও ধরিয়েছিলেন, দাবি করেন তিনি। আর তাই নিজের অসুখের জন্য সহকর্মীকেই দায়ী করেন মুস্তাকিন। সেই রাগ ও ঘৃণা থেকেই মাথায় খুন চেপে যায় মুস্তাকিন আহমেদের। আর তাই সহকর্মীকে খুন করবে বলে বন্দুক কিনে, গুলি ছোড়া অভ্যাস করতে থাকেন, যাতে কোন ভাবেই নিশানায় ভুল না হয়।

মুস্তাকিনের দাদার রেস্তোরাঁতে, মুস্তাকিন আহমেদ এবং ইনায়েত কাজ করতেন বলে জানা গেছে। সূত্রের খবর, মুস্তাকিনের চিকিৎসক জানিয়েছিলেন, তার গলায় শুধুই ইনফেকশন হয়। কিন্তু মুস্তাকিনের দাবি, চিকিৎসক বলেছেন তার গলায় ক্যানসার হয়েছে।