ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে !

0
24

নিউজ ডেস্ক:

ঢাকা জেলার সাভারে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া ওই শিক্ষকের নাম জসিম উদ্দিন (৩৮)। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বায়োলজি বিভাগে কর্মরত। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

রোববার মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শামছুল হক সুমন আসামি জসিম উদ্দিনকে আদালতে হাজির করে জামিনের বিরোধীতা করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আলেয়া খাতুন জসিম উদ্দিনের জামিনের আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ধর্ষণের শিকার ওই ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, দশম শ্রেণিতে অধ্যায়নরত ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে মহাখালীর একটি আবাসিক হোটেলে নিয়ে যান অভিযুক্ত জসিম। সেখানে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার পাশবিক নির্যাতন চালান তিনি।

গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ শনিবার রাতে ওই হোটেল থেকে মেয়েটিকে উদ্ধার করেন। ওই সময় জসিমকে আটক করা হয়।