দেশের বাইরে সামরিক তৎপরতা বাড়াচ্ছে ইরান !

0
23

নিউজ ডেস্ক:

ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ এবং দেশের বাইরে বিদেশে সামরিক তৎপরতা বাড়াতে ৫০ কোটি ডলারের একটি বিলে একচেটিয়া সমর্থন দিয়েছেন ইরানের সংসদ সদস্যরা। বিলটি পাসের সময় সংসদ সদস্যরা ‘আমেরিকা নিপাত যাক’ বলে স্লোগান দেন।

ইরানের সংসদের স্পিকার আলি লারিজানি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমেরিকার ‘সন্ত্রাসী তৎপরতা এবং অ্যাডভেঞ্চারে’র’ জবাব দিতে এই পদক্ষেপ।

জানুয়ারিতে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর আমেরিকা জুলাই মাসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বসায়। তার পাল্টা পদক্ষেপ হিসাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে ইরান।

সংসদের অনুমোদন পাওয়া বিলটিতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক এবং গোয়েন্দা তৎপরতার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা রয়েছে।

তবে ইরানের পারমানবিক কর্মসূচির প্রধান মীমাংসাকারী আব্বাস আরাকচি বলেছেন, নতুন এই বিলের অর্থ এই নয় যে ইরান পারমানবিক মীমাংসা চুক্তি থেকে বেরিয়ে আসছে।

পারমানবিক অস্ত্র কর্মসূচি বন্ধের শর্তে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠানোর ব্যাপারে ২০১৫ সালে বিশ্বের ছটি দেশের সাথে ইরান একটি মীমাংসা চুক্তি করে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তির ঘোর বিরোধী।