দেশে “মফস্বল সাংবাদিকরা আজও অবহেলিত ” বিএমএসএফ সভাপতি

0
44

রিপোর্ট: ইমাম বিমান।

” দৈনিক ভোরের সময় ” পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৯ ডিসেম্বর শুক্রবার সকাল ” দৈনিক ভোরের সময় ” পত্রিকার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠানে ” দৈনিক ভোরের সময় ” পত্রিকার জেলা প্রতিনিধি আবদুল বারেক ভূইয়া’র সভাপতিত্বে সকাল ১০টায় দৈনিক ভোরের সময় পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে একটি র‌্যালী বের করা হয়র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৈনিক রুদ্রবার্তা কার্যালয়ে এসে শেষ হয় সকাল ১১টায় শরিয়তপুর জেলার দৈনিক রুদ্রবার্তা পত্রিকা  কার্যালয়ের সামনে আলোচনা অনুষ্ঠিত হয়।

৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট বলেন “দেশে মফস্বল সাংবাদিকরা আজও অবহেলিত ” । তিনি তার বক্তব্যে আরও দু:খ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৪৬ বছর পার হলেও বাংলাদেশের মফস্বল সাংবাদিকরা আজ অবহেলিতআজও তাদেরকে মূল্যায়ণ করা হয় নাদেশে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা যেমন প্রাণবাজী রেখে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছেন ঠিক  সাংবাদিকরাও সেই সময় মুক্তিযোদ্ধাদের খবরা-খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আজ দেশ স্বাধীন হওয়ার পিছনে সাংবাদিকদের অন্যতম ভূমিকা ছিল। দেশ এবং দেশের বাহিরে বহিরবিশ্বে পাকহানাদার বাহিনীর আত্বসর্মপন সহ দেশ স্বাধীন হওয়ার সংবাদ এই সাংবাদিকের মাধ্যমেই প্রকাশ হয়েছিল। যার কারনে বহির বিশ্বের অন্যান্ন দেশ বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সীকৃতি দিয়েছে। সেই দিক থেকে বিচার করা হলে মুক্তিযোদ্ধাদের মত সাংবাদিক দেশে স্বাধীনতা যুদ্ধের লড়াকু সৈনিক এবং সেক্ষেত্রে একজন সাংবাদিকও একজন মুক্তিযোদ্ধা বলে আমি মনে করি। দেশে মুক্তিযোদ্ধাদের নামের তালিকা প্রণয়ন করা হয়েছে দেশে রয়েছে তাদের সম্মানি ভাতা কিন্তু পরিতাপের বিষয় মুক্তিযোদ্ধারা কিঞ্চিৎ স্বীকৃতি পেলেও মফস্বল সাংবাদিকরা আজও স্বীকৃতি থেকে বঞ্চিত বর্তমানে দেশে মফস্বল সাংবাদিক চরম অবহেলিত শুধু তাই নয়, দেশের সম্মান রক্ষার্থে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মফস্বলে নিজের জীবন বাজি রেখে প্রতিনিয়ত সবদিকের সংবাদ দেশের মানুষের কাছে পৌছে দিচ্ছে আজ সেই মফস্বলের সাংবাদিকদেরই কোন তালিকা নেই । হয়নি মফস্বল সাংবাদিকদের নামের প্রকাশিত তালিকা । দেশে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ শেষ হলেও কিন্তু আজও সাংবাদিকদের যুদ্ধ শেষ হয়নিসাংবাদিক প্রতিদিন সমাজ তথা দেশ এবং জাতির প্রয়োজনে যুদ্ধ করে চলেছেন মফস্বল সাংবাদিকদের অধিকার প্রদানের জন্য গনপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শুভদৃষ্টি কামনা করেন।

উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান ও আলোচনা সভায় মোহনা টিভি’র জেলা প্রতিনিধি মাহবুবুর রহমানের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার আহ্ববায়ক এবং দৈনিক আনন্দবাজার পত্রিকার চীফ রিপোর্টার এম.এ ওয়াদুদ মিয়া, দৈনিক কালের কন্ঠ এবং এনটিভি’র জেলা প্রতিনিধি আবদুল আজিজ শিশির, চ্যানেল নাইন এবং বাংলা ট্রিবিউন’র জেলা প্রতিনিধি মনির হোসেন সাজিদ, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শরীয়তপুর জেলা শাখার সদস্য সচিব মোঃ ছগির হোসেন, সাবেক ছাত্রনেতা শহিদ তালুকদার, নাগরিক ঐক্যের শরীয়তপুর জেলার আহবায়ক কবি এইচ.এম নান্নু মিয়া প্রমুখ।
এ সময অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অনলাইন পোর্টাল সংলাপ ৭১.কম এর বিশেষ প্রতিনিধি টি.এম গোলাম মোস্তফা, জেটিভি অনলাইন’র জেলা প্রতিনিধি শেখ জাবেদ, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আবদুর রশিদ, অনলাইন পোর্টাল সংলাপ ৭১.কম এর স্টাফ রিপোর্টার মোঃ নাসির খান, দৈনিক আনন্দবাজার পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন হিরো, শরীয়তপুর নিউজ ২৪. কম এর বার্তা সম্পাদক ইলিয়াছ মাহমুদ, চ্যানেল এস এবং দৈনিক নব চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রাজিব হোসেন রাজন প্রমুখ