বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু

দীর্ঘ প্রায় দুই বছর বনবাস থেকে ফিরে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নিশ্বাস নিতে পেরে একাত্তরের ১৬ ডিসেম্বরের মতো অনুভূতি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ রোববার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছার পর বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক এই মন্ত্রী।

তিনি গণমাধ্যমকে বলেন, যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা দিয়েছে বিএনপি। পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি।

এরপর বিমানবন্দর থেকে সরাসরি শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন টুকু।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরছেন টুকু।

এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, চিকিৎসা শেষে রোববার ঢাকায় ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

Similar Articles

Advertismentspot_img

Most Popular