দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু !

0
39

নিউজ ডেস্ক:

দেশব্যাপী গতকাল সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ।

স্কুল-কলেজ, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায় পর্যন্ত এ সময়ে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এসব প্রতিযোগিতা চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এর আগে গত ১৮ জানুয়ারি ‘জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৭’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। একই দিন মন্ত্রণালয়ে শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।

শিক্ষা সপ্তাহ নীতিমালায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে এ প্রতিযোগিতা আগামী ২৩ জানুয়ারি শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে ৪৮৯ উপজেলা ও ঢাকা মহানগরীর ২৫টি থানা পর্যায়ে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি, ৬৪ জেলায় ৪ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি, আটটি বিভাগ ও মহানগর পর্যায়ে ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি এবং জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা হবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

শিক্ষা মন্ত্রণালয় নির্দেশিত বিভাগগুলো হচ্ছে- ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি পর্যন্ত শাখা- ১, ৯ম শ্রেণি থেকে ১০ শ্রেণি পর্যন্ত শাখা-২, একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শাখা-৩ এবং সম্মান শ্রেণি শাখা-৪।

প্রতিযোগিতার অধিক্ষেত্রগুলো হচ্ছে- কেরাত, হামদ, রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, জারিগান, অভিনয়, নৃত্য ও লোকনৃত্য।

উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা, জেলা পর্যায়ে বিজয়ীরা অঞ্চলে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।