বিভিন্ন সূত্রের খবর তার সাথে দেশ ছেড়েছেন তার ছোটবোন শেখ রেহানাও। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন।
শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। এদিকে দুইবার ভাষণের সময় পরিবর্তন করার পর বিকেল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ দেবার কথা রয়েছে সেনাপ্রধানের।
এদিকে বেলা ৩টার পর গণভবনে ঢুকে পরে ছাত্র জনতার বিরাট একটা অংশ।