দুর্নীতিবাজদের রক্ষা করা প্রধান বিচারপতির কাজ নয়: প্রধানমন্ত্রী !

0
24

নিউজ ডেস্ক:

দুর্নীতিবাজদের রক্ষা করা প্রধান বিচারপতির কাজ নয় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজদের রক্ষা করা ও পক্ষ নেওয়া প্রধান বিচারপতির কাজ নয়। প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে সংসদ সদস্যদের নিয়ে যে বৈধতা ও অবৈধতার প্রশ্ন এনেছেন- এ ধরনের প্রশ্ন আসতে পারে না।

কথাগুলো পর্যবেক্ষণে লেখার আগে এ পথ থেকে ওনার সরে যাওয়া উচিত ছিল। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ২১ গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা এ দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা এর ফল ভোগ করছি। সবকিছু সহ্য করা যায়, কিন্তু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের তুলনা সহ্য করা যায় না। করব না। শেখ হাসিনা বলেন, জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন বাঁচানোর মালিকও আল্লাহ। সুতরাং আমি কারও কাছে মাথানত করব না। একমাত্র আল্লাহ ছাড়া।